মূল পাতা আন্তর্জাতিক ভারতে গরুর মাংস বহনের সন্দেহে চার মুসলিমকে গণপিটুনি দিয়ে হত্যা
শেখ আশরাফুল ইসলাম 25 May, 2025 12:05 PM
মুসলিম নির্যাতনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ভারত। দেশটিতে প্রায় প্রত্যেক দিনই ঘটছে মুসলিমবিদ্বেষী ঘটনা। তারই ধারাবাহিকতায় এবার উত্তর প্রদেশের আলিগড়ে চার মুসলিমকে শুধুমাত্র গরুর মাংস বহনের সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করেছে হিন্দুত্ববাদীরা।
ভারতের উত্তর প্রদেশে আলিগড়ের কাছে এই ঘটনা ঘটে। নিহত সলিম খান এবং তার ভাগ্নে আকিল ইব্রাহিম আত্রৌলি থেকে আলিগড়ের একটি বাজারে পণ্য পরিবহনের জন্য একটি কন্টেইনার ট্রাকে করে যাচ্ছিলেন, তাদের সাথে ছিলেন দুই তরুণ শ্রমিক। সকলকেই হত্যা করেছে কথিত স্বঘোষিত গো-রক্ষকদের একটি দল।
রোববার (২৫ মে) ভারতের সংবাদমাধ্যম মুসলিম মিররের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
শুধুমাত্র সন্দেহের বশে হিন্দুত্ববাদীদের স্বঘোষিত গো-রক্ষকদের একটি দল তাদের উপর হামলা করে। প্রত্যক্ষদর্শীরা রামকুমার আর্য এবং অর্জুন নামের দুই হিন্দুত্ববাদী নেতাকে এই হামলার জন্য চিহ্নিত করেছেন।
সূত্রের তথ্য মতে, হিন্দুত্ববাদী নেতারা প্রথমে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করায় সকলেই তাদের উপার হিংস্র হয়ে ওঠে। মারধরের পর ভূক্তভোগীদের লুটপাট করেছে বলেও অভিযোগ রয়েছে। এসময় বর্বরতার চূড়ান্ত রূপ ধারণ করে কন্টেইনার ট্রাকটি পুড়িয়ে দেয়। পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, গাড়িটির অধিকাংশ পুরে গেছে।
সূত্র : মুসলিম মিরর